'দক্ষিণ আফ্রিকারও শিরোপার জেতার সমান অধিকার আছে'

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়ারা। অন্যদিকে টিম ইন্ডিয়ার নজর সাদা বলের এই ফরম্যাটের ‘দ্বিতীয়’ শিরোপায়। সাত মাসের ব্যবধানে আরও একটা বিশ্বকাপ ফাইনাল। দুটো দলই টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটাও ম্যাচ হারেনি।

আসরের শুরু থেকেই হট ফেভারিট ছিলো ভারত। শুরু থেকেই তাদের নজরও ছিলো শিরোপায়। ফাইনালকে সামনে রেখে এমনটাই জানান রাহুল দ্রাবিড়। তবে নিজেদের এগিয়েও রাখলেও প্রোটিয়াদেরও কোনোভাবে ছোট করে দেখছেন না ভারতের সাবেক এই ক্রিকেটার। জানান তাদের মতো দক্ষিণ আফ্রিকারও শিরোপার জেতার সমান অধিকার আছে।

বিজ্ঞাপন

ফাইনালের আগে প্রেস কনফারেন্সে দ্রাবিড় বলেন, ‘সাউথ আফ্রিকাও তো একই লক্ষ্য নিয়ে এসেছে, তারাও ফাইনালে উঠেছে। তারাও ভালো ক্রিকেট খেলেই ফাইনালে এসেছে। আমাদের যতটুকু জেতার অধিকার আছে, তাদেরও আছে। আশা করি, এবার ফাইনালের দিনটায় আমরা ভালো ক্রিকেট খেলবো।’

আট মাস আগেই আরও একটি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের সেই ফাইনালে হেরেছিল রোহিতের দল। তবে সেই ফাইনাল হারের স্মৃতি ফেরাতে চান না দ্রাবিড়। এমনকি সেই হার থেকে কোনো শিক্ষাও নিতে চান না।