টপ অর্ডারদের হারিয়ে চাপে ভারত

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টসে জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। পুরো আসর জুড়ে ব্যাট হাতে ভুগতে থাকা কোহলি তো আগুনে ব্যাটিং দিয়ে শুরুতেই গড়লেন রেকর্ড! ৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৫ রান।

মার্কো ইয়ানসেনের প্রথম ওভারে কোহলির তিনটি বাউন্ডারির সুবাদে ভারত স্কোরবোর্ডে জমা করল ১৫ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের শুরুর ওভারে ইতিহাসে এটাই সর্বোচ্চ রান। আগেরটা ছিল ২০০৭ বিশ্বকাপে, সেবার শিরোপা তুলে নিইয়েছিল ভারতই

বিজ্ঞাপন

দারুণ শুরুর পর ভারত প্রথম হোঁচটটা খেল। দ্বিতীয় ওভারের শুরুর দুই বলে দুটো চার মারেন অধিনায়ক রোহিত, ইঙ্গিত দিচ্ছিলেন দারুণ কিছুর। তবে তাকে ফিরিয়ে সে ইঙ্গিত হাওয়ায় মিলিয়ে দিলেন কেশব মহারাজ। সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ তুলে দিলেন রোহিত।

সুইপ খেলে সর্বনাশ ডেকে এনেছিলেন রোহিত, একই পথে হাঁটলেন ঋষভ পান্তও। তার সুইপে লিডিং এজ হয়ে বলটা উঠে গেল সোজা ওপরে। সহজভাবে বল হাতে লুফে নিলেন কুইন্টন ডি কক। নিজের দ্বিতীয় উইকেটটি শিকার করলেন কেশব।

পঞ্চম ওভারের তৃতীয় বলে ছক্কা মারার উদ্দেশ্যে সজোরে ডিপ স্কয়ার লেগে উড়িয়ে মারলেন সূর্যকুমার যাদব। বাউন্ডারিতে থাকা হেনরিখ ক্লাসেন দৌড়ে এসে দুর্দান্ত ভাবে তালুবন্দি করলেন বল। রাবাদা পেলেন নিজের প্রথম উইকেট।

উইকেটের একপাশে সতীর্থরা সাজঘরে ফিরতে থাকলেও বিরাট কোহলি ব্যাট হাটে বেশ সাবধানতার সঙ্গেই এগিয়ে যাচ্ছেন, অপরাজিত আছেন ১৯ বলে ২৫ রান করে। তাকে সঙ্গ দিচ্ছেন অক্ষর প্যাটেল। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৫ রান।