কোহলির ব্যাটে ঘুরে দাঁড়াল ভারত

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্যাট হাতে শুরুতে ধাক্কা খেলেও বিরাট কোহলির ব্যাটে ঠিকই পথ খুঁজে নিয়েছে ভারত। বড় ম্যাচে বড় তারকারাই জ্বলে উঠেন তারই প্রমাণ দেখালেন ভারতের এই তারকা ব্যাটার।

এই রিপোর্ট লেখার সময় ভারতের সংগ্রহ ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান। কোহলি ৪৩ রানে ও অক্ষর প্যাটেল ছিলেন ৪০ রানে।

বিজ্ঞাপন

ব্যাট হাতে চলতি টুর্নামেন্টে ভুগতে থাকা কোহলি তো আগুনে ব্যাটিং দিয়ে শুরুতেই গড়লেন রেকর্ড! ৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেট হারিয়ে ৪৫ রান।

দারুণ শুরুর পর ভারত প্রথম হোঁচটটা খেল দ্বিতীয় ওভারে। পরপর ফেরত গেলেন অধিনায়ক রোহিত ও ঋষভ পান্তও। পঞ্চম ওভারের তৃতীয় বলে সাজঘরের পথ ধরলেন সূর্যকুমার যাদবও।

১৪তম ওভারে  রান আউটের ফাঁদে পড়েন দুর্দান্ত খেলতে থাকা অক্ষর, ৩১ বলে ৪৭ রান এসেছে তার ব্যাট থেকে। উইকেটের একপাশে সতীর্থরা সাজঘরে ফিরতে থাকলেও বিরাট কোহলি ব্যাট হাটে বেশ সাবধানতার সঙ্গেই এগিয়ে যাচ্ছেন, অপরাজিত আছেন ৪০ বলে ৪৪ রান করে। তাকে সঙ্গ দিতে নেমেছেন শিভম দুবে।