শুরুর চাপ সামলে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা  

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষ্যটা ১৭৭ রানের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে যা সর্বোচ্চ। এতে প্রথম কোনো বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে রীতিমত রেকর্ডই গড়তে হবে দক্ষিণ আফ্রিকার। তবে রান তাড়ার শুরুতেই বড় ধাক্কা খেল প্রোটিয়ারা। দলীয় ১২ রানের মাথাতেই তারা হারিয়েছে ২ উইকেট। 

সেই চাপ সামলে নিতে অবশ্য ২২ গজে এই মুহূর্তে লড়ছেন ওপেনার কুইন্টন ডি কক ও ট্রিস্টান স্টাবস। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ ওভার শেষে ২ উইকেটে ৪২ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য এখান থেকে ৮৪ বলে প্রোটিয়াদের প্রয়োজন ১৩৫ রান। 

বিজ্ঞাপন

কক-স্টাবসের তৃতীয় উইকেটের জুটি ইতিমধ্যেই পৌঁছে গেছে ৩০ রানে। এদিকে ইনিংসের প্রথম ওভারটা বেশ বুঝেশুনেই পার করেন দুই ওপেনার ডি কক ও হেন্ড্রিক্স। তবে দ্বিতীয় ওভারে জাসপ্রীত বুমরাহের দারুণ এক বলে বোল্ড হয়ে ফেরনে হেন্ড্রিক্স। এদিকে পরের ওভারেই প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে সাজঘরের রাস্তা দেখান আরেক পেসার আর্শদীপ সিং। সেই চাপ সামলে সময় নিয়ে হাত খুলে খেতে শুরু করেছেন ডি কক-স্টাবস দুজনেই। 

এদিকে এর আগে ফাইনালে টসে জিতে বিরাট কোহলির ৭৬ ও অক্ষর প্যাটেলের ৪৭ রানে চড়ে ১৭৬ রানের বড় সংগ্রহ পেয়েছে ভারত।