বিশ্বকাপ ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৃষ্টির শঙ্কা কাটিয়ে ব্রিজটাউনের মাঠে যথাসময়েই হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের টস। যেখানে টসে জিতে শুরুতে প্রোটিয়াদের বোলিংয়ে পাঠালেন অধিনায়ক রোহিত শর্মা।

বরাবরের মতোই টস ভাগ্য সহায় হয়েছে রোহিতেরই। টসে জিতে তাই পূর্বপরিকল্পনা মোতাবেক ব্যাটিং করার সিদ্ধান্ত জানালেন ভারতের অধিনায়ক।

বিজ্ঞাপন

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালিস্ট দুই দলের ইতিহাসটা কিছুটা তিক্ততার। ভারত ২০১৩ সালের পর কোনো ট্রফি জেতেনি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এবারই প্রথম খেলতে নামছে কোনো বিশ্বকাপের ফাইনালে। ইতিহাস নতুন করে লেখার হাতছানি তাই দুই দলের সামনেই। 

ইতিহাস আরও একভাবে লেখা হতে যাচ্ছে। কারণ দুই দলই ফাইনালে এসেছে অপরাজিত থেকে। ফলে যেই আজ জিতবে, অপরাজিত থেকেই শিরোপা তুলবে ঘরে।

সেমিফাইনালের একাদশ নিয়েই আজ মাঠে নামছে ভারত। অপরদিকে প্রোটিয়ারাও তাদের সেমির মঞ্চের খেলোয়াড়দের ওপরই ভরসা রেখেছে। তাই দুই দলই অপরাজিত একাদশ নিয়েই ফাইনাল ম্যাচে নেমেছে আজ।

ভারত একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শিভম দুবে, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশঃ কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), ত্রিস্তান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, তাবরেজ শামসি।